অনলাইন ডেস্ক: ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানসহ বাংলাদেশের সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, পবিত্র ঈদুল আযহা হচ্ছে ত্যাগের মহিমায় ভাস্বর। আমরা মুসলমানরা কোরবানির দিন পশু জবাহ করে নিজেদের ভিতরের পশুত্বকে কোরবানি করি।
রোববার সাকলে গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় তারা এসব কথা বলেন।
নেতৃদ্বয় বলেন, এবার ঈদুল আযহায় আমাদের দেশ জাতীয়ভাবে গভীর সংকটে রয়েছে একদিকে বন্যা অন্যদিকে ডেঙ্গু আক্রান্ত পুরো দেশ। আসুন আমরা আমাদের সাধ্যমত অসহায় মানুষদের পাশে দাড়াই এবং সেই সাথে সাথে ডেঙ্গুমুক্ত করার জন্য সম্মলিত উদ্যোগ গ্রহণ করি। এই দেশ আমাদের এদেশকে সকলে মিলেই রক্ষা করতে হবে। কারো বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল প্রদর্শন করে নিরবতা থাকা দেশপ্রেমিক নয়। দেশপ্রেমিক তারাই যারা সংকটে চুপ না থেকে সাধ্যমত নিজের অবস্থান থেকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসে।
(বি:দ্র: প্রেস বিজ্ঞপ্তি-ছবি-তথ্য-এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশনের উপদেষ্টা,মহাসচিব-এনডিপি মো: মঞ্জুর হোসেন ঈসা)