Home / জাতীয় / পবিত্র জমজম কুপের পানি বিক্রি বন্ধের নির্দেশ।।

পবিত্র জমজম কুপের পানি বিক্রি বন্ধের নির্দেশ।।

অনলাইন ডেস্ক :    বায়তুল মোকাররম মার্কেটসহ খোলা বাজারে পবিত্র জমজম কুপের পানি পরবর্তী সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ.এইচ.এম. সফিকুজ্জামান।

অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সোমবার (৩০ জানুয়ারি) আয়োজিত এক সেমিনারে তিনি এ নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, আমার মতে,অবৈধভাবে জমজমের পানি বিক্রি হচ্ছে এবং এটাকে এখানে বাণিজ্যিকীকরণ করা হয়েছে।এখন এ নিয়ে করণীয় নির্ধারণ করবে মার্কেট কমিটি।তারা আগামী বুধবারের মধ্যে আমাদের জানাবেন যে,এ বিষয়ে কী করা যায়।তারপর আমরা সিদ্ধান্ত নেবো।জমজমের পানি বিক্রি আপাতত বন্ধ থাকবে।আমাদের গোয়েন্দা সংস্থা সেখানে কাজ করবে।নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বিক্রি করলে,প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে।

এ.এইচ.এম. সফিকুজ্জামান আরও বলেন,নির্দেশনা অমান্য করে যদি এরপরও কোন ব্যবসায়ী এই পবিত্র পানি বিক্রি করেন তাহলে সেই দোকান আমরা সীলগালা করে দেবো।আমাদের গোয়েন্দা বিভাগ এটা নিয়ে কাজ করবে।এছাড়া ফেসবুক পেজের মাধ্যমেও যারা জমজম কুপের পানি বিক্রি করছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল বায়তুল মোকাররম মার্কেটে জমজমের পানি বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে জানতে পেরে অভিযান পরিচালনা করে।

ছবি: সংগৃহীত

About admin

Check Also

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি।।

অনলাইন ডেস্ক :        গণহত্যা দিবস ২৫ মার্চ।দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *