Home / আন্তর্জাতিক / পবিত্র রমজান মাসে কেউ চাইলে দুইবার ওমরা পালন করতে পারবে না।।

পবিত্র রমজান মাসে কেউ চাইলে দুইবার ওমরা পালন করতে পারবে না।।

অনলাইন ডেস্ক :      কেউ চাইলে পবিত্র রমজান মাসে দুইবার ওমরা পালন করতে পারবে না।এই সময়ের মধ্যে একবারই ওমরা পালন করতে হবে।সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এমটাই জানিয়েছে।সংবাদমাধ্যম দ্য ইসলামিক ইনফরমেশন এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়,যারা হজ করতে চায় তাদের নুসুক অ্যাপ থেকে অনুমোদন নিতে হবে।নির্ধারিত সময়কে গুরুত্ব দিতে হবে বলেও জানানো হয়।

তবে ওমরাহ’র তারিখ পরিবর্তনের কোনো অপশন নেই।তাই অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডিলিট করে ফের নতুন করে অনুমোদন নেওয়া যাবে।যারা রমজান মাসে ওমরাহ পালন করতে চায় তাদের জন্য এই সিদ্ধান্ত সুবিধাজনক হবে।স্বস্তির সঙ্গে মানুষ ওমারাহ পালন করতে পারবে বলেও জানানো হয়।

ছবি: সংগৃহীত

About admin

Check Also

ভারতের এক মন্দিরে নারীকে বলিদানের ঘটনায় পাঁচ জন গ্রেপ্তার।।

অনলাইন ডেস্ক :         পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ভারতে এক মন্দিরে নারীকে বলিদানের ঘটনায়।৪ বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *