
অনলাইন ডেস্ক : পাখি-নাছির উদ্দিন মাসুদ-লেখক,অভিনেতা,নাট্যকার,পরিচালক ও প্রযোজক টিভি ও মঞ্চ।
পাখি ডাকে না মনে রাখে না
শুধু ওরে বনে বনে।
পাখিটারে হাতে ধইরা খাওয়াইছি যতনে !!
আমি পাখিটারে হাতে ধরে খাওয়াইছি যতনে ।
এখন পাখি কয় অন্যের কথা….
মনে আমার বড় ব্যথা।
পাখি আমার নামটা জপে না
পাখিরে….
পাখি আমার কথা শোনে না ।
ভালোবাসার পাখি ভালবাসার ……
পাখি আমার আমায় ডাকে না
পাখি ডাকে না মনে রাখে না
শুধু ঘোরে বনে বনে
পাখিটারে হাতে ধইরা খাওয়াইছি যতনে।
সেযে ঘোরে বনে বনে ।
পাখি আমার রয় না ঘরে
টানাটানি করে পরে !!
পাখি আমার কথা শোনে না
ডাকে না আমায় মনে রাখেনা
পাখিরে পাখি পাখি ডাকে না পাখি আমায় মনে রাখেনা।