অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ে দায়িত্বজ্ঞানহীন কথা না বলার পরামর্শ দিয়েছেন।দায়িত্বশীল পদে থেকে দায়িত্বজ্ঞানহীন কথা না বলে সমন্বিতভাবে কাজ করতে সংশ্লিষ্টদের তিনি আহ্বান জানান রাজধানীর ধানমণ্ডিতে এক সংবাদ সম্মেলনে শুক্রবার।মন্ত্রী ওবায়দুল কাদের বলেন,জনগণ আতঙ্কিত ও উদ্বেগের মধ্যে রয়েছে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতিতে।প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এমন অবস্থায় ডেঙ্গু মোকাবেলায় সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই সময় ডেঙ্গু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের বক্তব্যকে নিজেদের মতামত বলেও জানান।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল বৃহস্পতিবার বলেন,এডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতো,যে কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।বাংলাদেশে ডেঙ্গু হঠাৎ করেই বেশি হওয়ার কারণ—এডিস মশা বেশি বেড়ে গেছে।এই মশাগুলো অনেক হেলদি ও সফস্টিকেটেড,তারা বাসাবাড়িতে বেশি থাকে।ওবায়দুল কাদের পরামর্শ দেন,সংবেদনশীল মুহূর্তে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য না দিতে।একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসারও নির্দেশ দেন।
(বি:দ্র: ফাইল ছবি-তথ্য সংগ্রহকরা)