অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।তিনি এজন্য নিজেদের ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান।প্রধানমন্ত্রী এই আহ্বান জানানআওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় লন্ডন থেকে টেলিকনফারেন্সে মঙ্গলবার।দলটির বিশেষ বর্ধিত সভা হয় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় মোবাইলে যুক্ত হন।প্রধানমন্ত্রী নির্দেশ দেন,সরকারের পাশাপাশি দলীয় কর্মীদের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেওয়ার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুজবের বিষয়ে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন,আইন নিজের হাতে তুলে নেবেন না। গুজবের বিষয়ে সতর্ক থাকুন।যারা দেশে গুজব ছড়াচ্ছে,মিথ্যা রটাচ্ছে তাদের ধরিয়ে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।কেউ যদি অন্যায় করে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান,যারা গুজন ছড়াবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্দেহ প্রকাশ করেন,দেশে উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্যের বিষয়ে আমদানিকারকদের কোনো কারসাজি আছে কি না—সে বিষয়েও।
(বি:দ্র: ছবি-তথ্য সংগ্রহকরা)