Home / রাজনীতি / ফেসবুক পেজে লাইভে যাহা বলেছেন সজীব ওয়াজেদ জয়।।

ফেসবুক পেজে লাইভে যাহা বলেছেন সজীব ওয়াজেদ জয়।।

অনলাইন ডেস্ক :    বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন,২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনকে সকাল থেকে বিকেল পর্যন্ত সুষ্ঠু,নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক বলে বিভিন্ন গণমাধ্যমে মন্তব্য দিলেও সন্ধ্যায় ফল গণনা শুরু হওয়ার পর থেকে সুর পাল্টে ক্রমাগত মিথ্যাচার চালায় বিএনপি;যেটা আজও চলছে।

শুক্রবার (১৯ মে) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রায় ৩৫ মিনিটের এক লাইভে তিনি এ মন্তব্য করেন।ফেসবুক পোস্টের সঙ্গে তিনি একটি ভিডিও যুক্ত করেছেন।

সজীব ওয়াজেদ জয় পোস্টের ক্যাপশনে লিখেছেন-২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে ক্রমাগতভাবে মিথ্যাচার করেন,সেই নির্বাচনে বিপুল ভোটে পরাজিত দল বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা।এমনকি আওয়ামী লীগবিরোধী সংবাদমাধ্যমেও অবাধে রাতের ভোট তত্ত্বকে প্রতিষ্ঠা করার জন্য নিরলস চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী।অথচ নির্বাচনের দিন কোনো ধরনের কারচুপি বা ব্যাপক অনিয়মের কথা বিএনপির নেতারাও বলেননি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় লেখেন,সংবাদ প্রতিবেদনে দেখা গেছে,মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন,বিএনপি নেতারা সন্তোষ প্রকাশ করছেন।কিন্তু সন্ধ্যার পরেই মির্জা ফখরুল ও কামাল হোসেনদের ভোল পাল্টে যায় এবং তারা তাদের ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করে বক্তব্য দিতে থাকেন।এখন পর্যন্ত তাদের দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণও তারা হাজির করতে পারেননি।বিদেশি পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা নির্বাচনটিকে সুষ্ঠু বলে রায় দিয়েছিলেন।বিএনপির ভরাডুবির কারণ তারা নিজেই।

ছবি: সংগৃহীত

About admin

Check Also

১০ দাবি নিয়ে রাজধানীতে বিএনপির জনসমাবেশ।।

অনলাইন ডেস্ক :    ঢাকা মহানগরসহ দেশের ১৫ জেলা ও মহানগরে সরকারের পদত্যাগ,নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *