Home / খেলাধুলা / বঙ্গবন্ধু ইয়ুথ ও জুনিয়র হ্যান্ডবল ট্রফিটুর্নামেন্টের লোগো উন্মোচন।।

বঙ্গবন্ধু ইয়ুথ ও জুনিয়র হ্যান্ডবল ট্রফিটুর্নামেন্টের লোগো উন্মোচন।।

অনলাইন ডেস্ক :           হ্যান্ডবলের আন্তর্জাতিক আসর ৪ জাতির বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি নারী (ইয়ুথ ও জুনিয়র) টুর্নামেন্ট আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় তৃতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আগামী ১৩-১৭ মে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে  স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত,নেপাল এবং মালদ্বীপ অংশ নেবে।

আজ শনিবার (৬ মে) টুর্নামেন্ট সামনে রেখে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন। 

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপমহাসচিব আশিকুর রহমান মিকু,সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান,সাবেক সিনিয়র সচিব ড. জাফর উদ্দিন,হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল,ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর,বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি টুর্নামেন্টের মিডিয়া কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দীন মো. আলমগীর,টুর্নামেন্টের মিডিয়া কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেনসহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আইএইচএফ ট্রফি দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে।২০১৬ সালে ৬ দেশের অংশগ্রহণে সবশেষ আসরটি অনুষ্ঠিত হয়েছিল।টুর্নামেন্টটি এরপর করোনা ভাইরাসসহ নানা কারণে আর মাঠে গড়ায়নি।

ছবি: সংগৃহীত

About admin

Check Also

রিয়াল মাদ্রিদ রদ্রিগোর জোড়া গোলে শিরোপা জিতেছে।।

অনলাইন ডেস্ক :           রিয়াল মদ্রিদের লা লিগায় ভালো সময় কাটছে না।শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *