অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার বদলি করা হয়েছে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমানসহ দুজনকে।তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে আনিসুর রহমানকে এবং তেজগাঁও বিভাগে বদলি করা হয় ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে।
এই বদলি করার কথা জানানো হয় বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরের এক অফিস আদেশে।বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)৩ অক্টোবর উপকমিশনার আনিসুর রহমান,তার স্ত্রী সাবেক সংসদ সদস্য ফাতেমাতুজ্জহুরা এবং তাদের এক ছেলে ও এক মেয়ের ব্যাংক হিসাব তলব করে। তাদের নামে থাকা সব ব্যাংক হিসাবের লেনদেন তথ্য,বিবরণীসহ পাঠাতে বলা হয়েছিল তিন কার্যদিবসের মধ্যে।