Home / বিনোদন / বনানী কবরস্থানে দাফন করা হলো সদ্য প্রয়াত অভিনেতা শাহীন আলমকে।।

বনানী কবরস্থানে দাফন করা হলো সদ্য প্রয়াত অভিনেতা শাহীন আলমকে।।

অনলাইন ডেস্ক :    সদ্য প্রয়াত অভিনেতা শাহীন আলমকে ঘণ্টা খানেকে অপেক্ষার পর বনানী কবরস্থানেই দাফন করা হলো। নব্বইয়ের দশকের এই চিত্রনায়ককে আজ মঙ্গলবার সকাল ১০টায় বড় ভাইয়ের কবরের জায়গায় সমাহিত করা হয়েছে।উপস্থিত ছিলেন এসময় চিত্রনায়ক ওমর সানি এবং শাহীন আলমের পরিবাবের সদস্যরা।

শাহীন আলমের ছেলে ফাহিম আলমকে যদিও সকালে বাবার মরদেহ নিয়ে কিছু সময় কবরস্থানের বাইরেই অপেক্ষা করতে হয়েছিলো।কবরস্থান কর্তৃপক্ষ ঢাকা উত্তর সিটির মেয়রের অনুমতি না পাওয়া পর্যন্ত মরদেহ দাফন করতে দিচ্ছিলেন। অবশেষে মিলেছে সেই অনুমতি।

শাহীন আলমের ছেলে ফাহিম বলেন,আমার বাবার লাশ দাফনের জন্য বনানী কবরস্থানে নিয়ে এসেছি। এখানে আমার চাচার কবরের স্থানে বাবার মরদেহ দাফনের কথা ছিল।কিন্তু তাতে বাধা দেয় কবর কমিটির লোকেরা।তাদের বক্তব্য,সেখানে দাফন করতে হবে মেয়রের অনুমতি নিয়ে।নিকেতন মসজিদে বাদ ফজর তার জানাজা হয়।সেখানে দেখা যায়নি চলচ্চিত্র সংশ্লিষ্ট কাউকে।

রাজধানীর একটি হাসপাতালে গতকাল সোমবার (৮ মার্চ) রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।শাহীন আলম কিডনিজনিত জটিলতা নিয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। গত ৬ মার্চ থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

সদ্য প্রয়াত অভিনেতা শাহীন আলম চলচ্চিত্রে আসেন ১৯৮৬ সালে এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে।তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে-তেজী,চাঁদাবাজ,প্রেম প্রতিশোধ,ঘাটের মাঝি,এক পলকে,গরিবের সংসার, টাইগার,রাগ-অনুরাগ,দাগী সন্তান,বাঘা-বাঘিনী,আলিফ লায়লা,স্বপ্নের নায়ক,আঞ্জুমান,অজানা শত্রু,শক্তির লড়াই,দলপতি, পাপী সন্তান,ঢাকাইয়া মাস্তান,বিগবস,বাবা,বাঘের বাচ্চা,দেশদ্রোহী,প্রেম দিওয়ানা,আমার মা ও পাগলা বাবুল।-ছবি-তথ্য সংগৃহীত

About admin

Check Also

টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টর’স গিল্ডের নির্বাচনে সভাপতি সালাহউদ্দিন লাভলু,সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।।

অনলাইন ডেস্ক :    সালাহউদ্দিন লাভলু দ্বিতীয়বারের মতো সভাপতি পদে জিতলেন টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টর’স …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *