অনলাইন ডেস্ক: ৭ম শ্রেণির স্কুলের ছাত্রীকে তুলে নিয়ে মাছের ঘেরে ধর্ষণ করেছে বখাটেরা বরিশালের উজিরপুরে।এই ঘটনায় নুরুল ইসলাম (১৮) ও তারিকুলকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।উজিরপুর মডেল থানায় মামলা করেছে নির্যাতনের শিকার স্কুলছাত্রী বাদী হয়ে।
জানাযায়,উজিরপুরের কুড়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সাতলার পটিবাড়ী গ্রামের সুভা রঞ্জন বাইনের মেয়ে (১৪) কাকার নিহার রঞ্জনের বাড়িতে যাওয়ার পথে বখাটেরা পথরোধ করে তুলে নিয়ে ওই এলাকার ওমর আলীর মাছের ঘেরের পরিত্যক্ত ঘরে ধর্ষণ করে বৃহস্পতিবার দিবাগত রাতে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেফতার করে ধর্ষণের স্বীকার স্কুলছাত্রী পালিয়ে বাড়িতে এসে পরিবারকে জানালে।ওই স্কুলছাত্রীকে বরিশালের শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে শুক্রবার সকালে।
তথ্যমতে,মডেল থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানিয়েছেন,গ্রেফতার করা হয়েছে মাছের ঘেরের কাজে নিয়োজিত ধর্ষক নুরুল ইসলাম ও তরিকুলকে।তারা স্বীকার করেছেন ঘটনার সঙ্গে জড়িত।
বি: দ্র: প্রতীকী ছবি