Home / জাতীয় / বসানো হয়েছে ৩৭তম স্প্যান-পদ্মা সেতুর ৫ হাজার ৫৫০মিটার দৃশ্যমান।।

বসানো হয়েছে ৩৭তম স্প্যান-পদ্মা সেতুর ৫ হাজার ৫৫০মিটার দৃশ্যমান।।

অনলাইন ডেস্ক :     ৩৭তম স্প্যান বসানো হয়েছে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ৯ ও ১০ নম্বর পিয়ারের ওপর।এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৫ হাজার ৫৫০মিটার।এই স্প্যানটি বসানো হয় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে।এ স্প্যানটি বসানো হল ৩৬তম স্প্যান বসানোর ছয় দিনের মাথায়। আর মাত্র ৪টি স্প্যান বসানো বাকি থাকলো পদ্মা সেতুর।

তথ্যমতে জানাযায়,বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের।এখন দ্রুততম সময়ের মধ্যে স্প্যান বসানো সম্ভব হচ্ছে সব পিলার ও স্প্যান প্রস্তুত থাকায়।আশা করা হচ্ছে ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানো সম্ভব হবে।

পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালের ডিসেম্বরে।পদ্মা সেতু দৃশ্যমান হয় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে।স্প্যানগুলো এরপর একে একে বসানো হয়।এতে সেতুর পাঁচ হাজার ৫৫০মিটার অংশ দৃশ্যমান হয়েছে।

মূল আকৃতি হবে দোতলা ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর।এ সেতুর কাঠামো নির্মিত হচ্ছে কংক্রিট ও স্টিল দিয়ে।জানানো হয়েছে,পদ্মা সেতুর নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর আগামী ২০২১ সালেই খুলে দেওয়া হবে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে মোট ৪২টি পিয়ারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে।এরই মধ্যে দৃশ্যমান হয়েছে সবকটি পিয়ার।চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি)মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে এবং দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন নদীশাসনের কাজ করছে।বাংলাদেশের আবদুল মোমেন লিমিটেড দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে।

*ফাইল ছবি*

About admin

Check Also

একনেক বৈঠক শুরু এক মাসের বেশি সময় পর।।

অনলাইন ডেস্ক :    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক এক মাসের বেশি সময় পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *