Home / খেলাধুলা / বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দেখা যাবে ২০০ টাকায়।।

বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দেখা যাবে ২০০ টাকায়।।

অনলাইন ডেস্ক :            বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ সিলেটে ১৮ মার্চ এক দিনের ম্যাচ দিয়ে শুরু হবে।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করেছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার (১৬ মার্চ) এক বিবৃতিতে দিয়ে টিকিটের ঘোষণা করে।বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার এক দিনের ম্যাচ সর্বোচ্চ ১৫০০ ও সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে।গ্রান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ১৫০০ টাকা,ক্লাব হাউজের টিকিটের দাম ৫০০ টাকা,ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা।আর ওয়েস্টার্ন ও গ্রীন হিল এরিয়ার টিকিটের দাম ২০০ টাকা। 

দর্শকরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান গেট ও সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান গেট থেকে টিকিট কিনতে পারবেন।টিকিট সংগ্রহ করা যাবে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যে সাড়ে ৯টা পর্যন্ত।

ছবি: সংগৃহীত

About admin

Check Also

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস জয়।।

অনলাইন ডেস্ক :              বোলাররা মঞ্চটা প্রস্তুত করে দিয়েছিলেন।টাইগার ব্যাটাররা সেই মঞ্চে দাঁড়িয়েই ইতিহাস গড়লেন।আগের ম্যাচের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *