অনলাইন ডেস্ক : বাংলা নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো:আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা,শনিবার ১৩ এপ্রিল দুটি আলাদা আলাদা শুভেচ্ছাবার্তায় বাংলা নববর্ষ ১৪২৬- সবার জীবনে সুখ,শান্তি ও সমৃদ্ধি বয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন,রাষ্ট্রপতি তাঁর বিবৃতিতে জানিয়েছেন,বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ,এ উৎসব অসাম্প্রদায়িক এবং সর্বজনীন,প্রতি বছর পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতি ও জাতিসত্তা বিকাশের প্রবল শক্তি নিয়ে উপস্থিত হয়,বাংলা নববর্ষ তাই কেবল আনুষ্ঠানিকতা নির্ভর কোনো উৎসব নয়,বরং তা বাঙালির ধর্মনিরপেক্ষতা,অসাম্প্রদায়িক চেতনা,শিকড় সন্ধানের অবিনাশী চেতনাবাহী দিন,যেখানে সন্ত্রাস,মৌলবাদ,জঙ্গিবাদ,সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।
প্রধানমন্ত্রী তাঁর নববর্ষে শুভেচ্ছাবার্তায় অতীতের গ্লানি ভুলে জীবনের এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আশায় বুক বাঁধার আহ্বান জানিয়েছেন,প্রধানমন্ত্রী বলেন,দেনা-পাওনা চুকিয়ে নতুন করে শুরু হয় জীবনের জয়গান,পয়লা বৈশাখ তাই যুগ যুগ ধরে বাঙালির মননে-মানসে শুধু বিনোদনের উৎস নয়,বৈষয়িক বিষয়েরও আধার।
