Home / রাজশাহী / বাঘায় বিএনপি’র সমাবেশে আসামী ধরতে পুলিশের হানা,অবশেষে পালিয়ে রক্ষা ।।

বাঘায় বিএনপি’র সমাবেশে আসামী ধরতে পুলিশের হানা,অবশেষে পালিয়ে রক্ষা ।।

সংবাদদাতা: মোঃ সাইফুল ইসলাম রায়হান,চারঘাট রাজশাহী।

অনলাইন ডেস্ক: রাজশাহীর বাঘায় বিএনপি’ র সমাবেশে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওয়ারেন্টভূক্ত এক আসামীকে নিয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গিয়েছে বিএনরি নেতা কর্মীরা। সমাবেশ থেকে শামীম নামের ওয়ারেন্টভূক্ত এক আসামীকে আটকের পর পুলিশের কাছে থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠে। তবে পুলিশ ও বিএনপির দাবি আসামী শামীমকে আটকের পর নিজেই শক্তি প্রয়োগ করে পালিয়ে গেছে। পরে তাড়া করেও তাকে আটক করা যায়নি। এ ঘটনার পর সমাবেশ থেকে ছত্রভঙ্গ হয়ে যে যার মতো পালিয়ে যায় বিএনপির নেতা কর্মীরা।  মঙ্গলবার বেলা ১টার দিকে  এ ঘটনা ঘটেছে।

জানা যায়, বাঘা উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটি গঠন করার জন্য পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনের বাড়ির আঙ্গিনায় সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্টানের শেষ প্রান্তে এসে বাঘা থানার এসআই সইবুর রহমান ও শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্টভূক্ত আসামী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সরেরহাট গ্রামের বাসিন্দা শামিম সরকারকে আটক করে। এসময় নিজের শক্তি প্রয়োগ করে পালিয়ে যায়। পরে বিএনপির নেতা কর্মীরা ছত্র ভঙ্গ হয়ে পড়ে। ঘটনার পর আহবায়ক কমিটি গঠন না করে সমাবেশস্থল ত্যাগ করেন বিএনপির জেলা ও উপজেলার নেতাকর্মীরা। দলীয় সুত্রে জানা যায়, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ।  বিশেষ অতিথি ছিলেন,  বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, জেলা বিএনপির যুগ্ন আহ্বাযক সাইফুল ইসলাম মার্শাল, যুগ্ন আহ্বায়ক সিরাজুল ইসলাম, ও সদস্য সচিব বিশ্বনাথ। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিকসহ উপজেলা,পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতা কর্মীরা। পুলিশের ভয়ে সমাবেশ স্থল ত্যাগ করার কথা স্বিকার করেছে বিএনপি। তবে অনুষ্ঠান সফল হয়েছে বলে দাবি করেছে দলটির নেতারা। বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, আসামী শামীমকে আটকের পর তার গায়ের পাঞ্জাবী ছিড়ে পালিয়ে গেছে। তাকে তাড়া করেও আটক করা সম্ভব হয়নি। আসামী ছিনিয়ে নেয়ার মতো কোন ঘটনা ঘটেনি।

About admin

Check Also

আজ ভয়াল ১৩ই এপ্রিল,চারঘাট গণহত্যা দিবস।।

মোঃ সাইফুল ইসলাম রায়হান-রাজশাহী। অনলাইন ডেস্ক :    রাজশাহী জেলা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণে পদ্মা-বড়াল বিধৌত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *