সংবাদদাতা: মোঃ সাইফুল ইসলাম রায়হান,চারঘাট রাজশাহী।
অনলাইন ডেস্ক: পাটের তৈরি ব্যাগ ব্যবহার না করার অপরাধে রাজশাহীর বাঘায় দু’জন চাল ব্যবসায়ীর ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যামান আদালত। বৃহস্পতিবার(১৭-১০-১৯) দুপুরে উপজেলার নারায়নপুর বাজারের চাল পট্টিতে অভিযান চালিয়ে ২০১০ সালের আইন মোতাবেক এ জরিমানা করেণ ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল্পনা ইয়াসমিন। অভিযানে ছিলেন রাজশাহী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শ্রী অজিত কুমার রায়। তিনি জানান, দেশীয় পাটজাতের তৈরি ব্যাগ ১৭ টি পন্যে ব্যবহার বাধ্যতা মূলক । এই লক্ষে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।
এ সময় নারায়নপুর বাজারে অভিযান চালিয়ে চাল ব্যবসায়ী সুশেন কুমার দত্ত’ র ১০ হাজার টাকা ও জিয়াউর রহমানের ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষনিক পরিশোধ করেছেন দুই ব্যবসায়ী। পরে অন্যান্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে সটকে পড়েন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল্পনা ইয়াসমিন জানান, দেশীয় পাটজাত পন্য (বস্তা) ব্যবহার না করে প্লাস্টিক (লাইলন-বস্তা) ব্যবহার করার অপরাধে ২০১০ সালের আইন মোতাবেক দুজন ব্যবসায়ীর ১২ হাজার টাকা জরিমানা করে তাদের সতর্ক করে দেওয়া হয়।