বিজিএমইএ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে রুবানা হকের নেতৃত্বাধীন পরিষদ-ফোরাম জোট। গতকাল শনিবার রাজধানীর কারওয়ানবাজারে বিজিএমইএ কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। এরপর বিকেল ৫টায় ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা সাতটার পর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ড। দুই বছর মেয়াদী এ নির্বাচনে পরিচালনা পর্ষদের ৩৫টি পরিচালক পদে ৪৪ জন প্রার্থী অংশ নেন। তবে এর মধ্যে চট্টগ্রাম অঞ্চলের ৯ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ২৬ পদে ভোটগ্রহণ হয়। এই ২৬টি পদেই সম্মিলিত পরিষদ-ফোরাম প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন- মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, আসিফ ইব্রাহিম, এস এম মান্নান, মোহাম্মদ নাছির, ফয়সাল সামাদ, মোশারফ হোসেন ঢালী, আরশাদ জামাল, এম এ রহিম, কে এম রফিকুল ইসলাম, মো. শহীদুল হক, মশিউল আজম, নজরুল ইসলাম, মোহাম্মদ আবদুল মোমেন, ইনামুল হক খান, মাসুদ কাদের, ইকবাল হামিদ কোরাইশী, নাছির উদ্দিন, কামাল উদ্দিন, শিহাব উদ্দোজা চৌধুরী সাজ্জাদুর রহমান মৃধা, রেজওয়ান সেলিম, মুনির হোসেন, এ কে এম বদিউল আলম, মিরান আলী, মহিউদ্দিন রুবেল ও শরীফ জহির। এই নির্বাচনে বিজয়ীরা আগামী দুই বছরের (২০১৯-২১) জন্য বিজিএমইএ পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করবেন। বিজিএমইএর নির্বাচন পরিচালনা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন এক হাজার ৯৫৬ জন। তার মধ্যে ঢাকার এক হাজার ৫৯৭ জন। বাকি ৩৫৯ জন চট্টগ্রামের। পরিচালক পদে বিজয়ীরা পরবর্তীতে সভাপতি, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন।নির্বাচন পরিচালনায় বিটিএমএ’র সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। বোর্ডের অপর দুই সদস্য ছিলেন এমসিসিআই’র সভাপতি নিহাদ কবির ও চট্টগ্রামভিত্তিক একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি এএসএম নাঈম।
