Home / খেলাধুলা / বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স।।

বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স।।

অনলাইন ডেস্ক :    বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে সিলেট স্ট্রাইকার্স ৭ উইকেটে হারিয়েছে।

চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম শনিবার (২৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।সিলেট স্ট্রাইকার্স ১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায়।

টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় চট্টগ্রাম।রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান উসমান খান।এরপর ক্রিজে আসা আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন ওপেনার মেহেদী মারুফ।দ্বিতীয় উইকেট জুটিতে ৮৮ রান সংগ্রহ করে এই দুই ব্যাটার।নিজের অর্ধশতক পূরণ করেন মেহেদী মারুফ।দলীয় ৮৮ রানে ২৭ বলে ৩৪ রান করে আউট হন আফিফ হোসেন।আফিফের বিদায়ের পর পরই মেহেদী মারুফ আউট হন।দলীয় ৯০ রানে ৪০ বলে ৫২ রান করে ফিরে যান মেহেদী।এরপর দলীয় ৯১ ও ৯৭ রানে আরও দুই ব্যাটারকে হারায় চট্টগ্রাম।৩ বলে ১ রান করে ম্যাক্স ও’ডাউড ও ৪ বলে ৪ রান করে সাজঘরে ফিরে যান কার্টিস ক্যাম্পার।

এরপর ইরফান শুকুর ও অধিনায়ক শুভাগত হোম মিলে রানের চাকা সচল রাখেন।তবে দলীয় ১২৭ রানে ফের উইকেট হারায় চট্টগ্রাম।৬ বলে ৯ রান করে আউট হন ইরফান শুকুর।এরপর ক্রিজে আসা মৃত্যুঞ্জয়কে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন শুভাগত হোম।২৬ বলে নিজের অর্ধশতক পূরণ করেন শুভাগত।শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।শুভাগত হোম ২৯ বলে ৫৪ ও মৃত্যুঞ্জয় ১২ বলে ১৫ রানে অপরাজিত থাকেন। সিলেটের পক্ষে ইমাদ ওয়াসিম ২টি, আমির ও মাশরাফি নেন ১টি করে উইকেট।  

১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সিলেটকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার নাজমুল শান্ত ও তৌহিদ হৃদয়।উদ্বোধনী জুটিতে ৬৩ রান সংগ্রহ করে এই দুই ব্যাটার।তবে দলীয় ৬৩ রানে ১৮ বলে ১৫ রান করে আউট হন হৃদয়।এরপর ক্রিজে আসা মুশফিককে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন নাজমুল শান্ত।আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তিনি।৩৬ বলে নিজের অর্ধশতক পূরণ করেন শান্ত।তবে দলীয় ১১০ রানে ৪৪ বলে ৬০ রান করে সাজঘরে ফিরে যান শান্ত।শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন রায়ান বার্ল।রায়ান বার্ল ও মুশফিক চড়াও হন চট্টগ্রামের বোলারদের ওপর।ব্যাটিং তাণ্ডব চালান চালান এই দুই ব্যাটার।তবে দলীয় ১৫৮ রানে ১৬ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরে যান।এরপর ক্রিজে আসা জাকিরকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মুশফিক।জাকির ৫ বলে ১২ ও মুশফিক ২৬ বলে ৪১ রানে অপরাজিত থাকেন।চট্টগ্রামের পক্ষে বিজয়কান্ত ২টি ও ১টি উইকেট নেন নিহাদুজ্জামান।

ছবি: সংগৃহীত

About admin

Check Also

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টাইগারদের বাংলাওয়াশ।।

অনলাইন ডেস্ক :            বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড প্রতিপক্ষ,সিরিজটা টি-টোয়েন্টির।বাংলাদেশ সেই সিরিজের তিন ম্যাচেই ইংলিশদের হারিয়ে বাংলাওয়াশ করলো।বাংলাদেশকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *