অনলাইন ডেস্ক: দেশের রাষ্ট্রায়াত্ত বিমান পরিবহন প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি বছরের হজযাত্রীদের জন্য টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে।এ তথ্য জানায় সোমবার বিমানের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে।বিমানের জনসংযোগ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়,রাষ্ট্রায়াত্ত বিমান পরিবহন প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু করবে।এয়ারলাইন্স প্রতিষ্ঠানটি ফ্লাইট শুরুর পর ৩২ দিনে মোট ১৫৭টি ডেডিকেটেড ও ৩২টি শিডিউল ফ্লাইট পরিচালনা করবে।আগামী ৫ আগস্ট প্রি-হজ ফ্লাইট শেষ হবে।ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট থেকে।১৪ সেপ্টেম্বর শেষ হবে । বিমান এবার হজ ফ্লাইটের জন্য নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ব্যবহার করবে।
তথ্যে জানা যায়,মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন এই বছর হজের উদ্দেশ্যে রওনা দেবেন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান। এই বছর ঢাকা থেকে মদীনায় ১১টি,চট্টগ্রাম থেকে জেদ্দায় ১০টি,সিলেট থেকে জেদ্দায় ৩টি,চট্টগ্রাম থেকে মদীনায় ৭টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করা হবে। পাশাপাশি ঢাকা থেকে জেদ্দায় ১২৬টি ফ্লাইট পরিচালনা করা হবে।সৌদি সরকার এবারে নির্ধারিত শিডিউলের বাইরে অতিরিক্ত কোনো স্লট দেবে না বলে জানিয়েছে। বিমান অতিরিক্ত স্লটের জটিলতা এড়াতে এ বছর যাত্রীদের হজ ফ্লাইটের যাত্রা বাতিল বা সময় পরিবর্তনে জরিমানার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে।৩৫০ ইউএস ডলার বা ২৯ হাজার টাকা যাত্রা বাতিল করতে হলে এবং সময় ভেদে ২শ থেকে ৩শ ডলার বা ১৬ থেকে ২৫ হাজার পর্যন্ত টাকা দিতে হবে যাত্রা তারিখ পরিবর্তনের জন্য।
(বি:দ্র:ফাইল ছবি-তথ্য সংগ্রহকরা)