
অনলাইন ডেস্ক : বোলাররা মঞ্চটা প্রস্তুত করে দিয়েছিলেন।টাইগার ব্যাটাররা সেই মঞ্চে দাঁড়িয়েই ইতিহাস গড়লেন।আগের ম্যাচের নায়ক শান্ত এই ম্যাচেও মাঠ ছেড়েছেন দলকে জিতিয়েই।তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে বাংলাদেশ ২-০ ব্যাবধানে সিরিজ জয় নিশ্চিত করলো।টাইগার বাহিনী ইংল্যান্ডের দেওয়া ১১৮ রানের টার্গেট ১৮.৫ ওভারে ৪ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায়।
মিরপুরের শের-ই-বাংলা জতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বিকেল ৩টায় বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে।টাইগার অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।আগে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের বোলিং তোপে পড়ে মাত্র ১১৭ রানেই ইংল্যান্ড গুটিয়ে যায়।ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে একাই ৪ উইকেট নেন মিরাজ।১১৮ রানের টার্গেট টি-টোয়েন্টিতে একেবারেই মামুলি বলাই যায়।টাইগার ব্যাটারদের সেই টার্গেটে ব্যাট করতে নেমেও ইংলিসজ বোলারদের বোলিংয়ে বেশ ভুগতে হয়েছে।ইংল্যান্ডের মতো বাংলাদেশও নিজেদের প্রথম উইকেট হারায় মাত্র ১৬ রানেই।৯ বলে ৯ রান করেই স্যাম কারানের বলে ফিরে যান লিটন দাস।টিকতে পারেননি রনি তালুকদারও।লিটনের সমান ৯ রান করেই ফেরেন জোফরা আর্চারের বলে।পাওয়ার প্লে’র মধ্যেই বাংলাদেশ ৭ রানে ২ উইকেট হারায়।
নাজমুল হোসেন শান্ত আর তৌহিদ হৃদয় মিলে তৃতীয় উইকেট জুটিতে শুরুর চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন।তবে ইংলিশদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তোলার গতি ছিলো মন্থর।দুজন মিলে গড়েন ২৯ রানের জুটি। দলীয় ৫৬ রানে গিয়ে আগের ম্যাচে অভিষেক হয় হৃদয় ফেরেন ১৮ বলে ১৭ রান করে।ইংল্যান্ডের হয়ে এই ম্যাচেই অভিষেক হওয়া রেহান আহমেদের বলে ক্রিস ওকসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়।৫৬ রানে ৩ উইকেট হারালেও উইকেটের এক প্রান্তে লড়তেছিলেন আগের ম্যাচের ম্যাচসেরা শান্ত।চতুর্থ উইকেটে মিরাজকে সঙ্গে নিয়ে দলকে নিয়ে যেতে থাকেন জয়ের দিকে।দুজন মিলে এই জুটিতে যোগ করেন ৪১ রান। দলীয় ৯৭ রানে গিয়ে আর্চারের বলে আদিল রশিদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ।ফেরার আগে ১৬ বলে ২০ রান করেন।জয়ের জন্য আর বাকি ২১ রান।উইকেটে আসেন টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান।তবে সমর্থকদের আআজ হতাশই করেছেন সাকিব।৩ বল খেলে মঈন আলীর বলে ফিরেছেন শুন্য রানেই।দলীয় ১০০ রানে বংলাদেশ পঞ্চম উইকেট হারায়।সাত নম্বরে নেমে আফিফও ব্যর্থ এদিন,৩ বলে ২ রান করেই ফেরেন আর্চারের ১৪৮ কি.মি. গতির বোলিংয়ে।বাংলাদেশ ১০৫ রানেই ষষ্ঠ উইকেট হারায়।
বাংলাদেশের জয়ের জন্য শেষ দুই ওভারে ১৩ রান দরকার ছিলো।১৯তম ওভারে ক্রিস জর্ডানের প্রথম বলেই বলে বাউন্ডারি হাকিয়ে বাংলাদেশকে জয়ের দিকে নিয়ে যান শান্ত।তাসকিন আহমেদ ওই ওভারের চতুর্থ আর পঞ্চম বলে টানা দুই চারে বাংলাদেশকে জয়ের বন্দরে ভেড়ান।শান্ত আর তাসকিন ৪ উইকেটে বাংলাদেশের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।আগের ম্যাচেই ফিফটি করে আজও অপরাআজিত থেকেই মাঠ ছাড়েন ৪৭ বলে ৪৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচসেরা হওয়া শান্ত।
ছবি: সংগৃহীত