
অনলাইন ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি,আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. এস এ মালেক আর নেই।
মঙ্গলবার (৬ডিসেম্বর) রাত ১১টা ১০মিনিটের দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়(বিএসএমএমইউ) হাসপাতালে মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।চার সন্তানসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেন-বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুল ওয়াদুদ।
বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বার্ধক্যজনিত সমস্যাসহ শরীরের নানা জটিলতায়।
ডা. এস এ মালেকের লাশ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হিমঘরে রাখা হয়েছে।আজ বুধবার পরিবারের সবাই আলোচনা করে জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।এছাড়া তার দুই সন্তান দেশের বাইরে রয়েছেন।তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
বীর মুক্তিযোদ্ধা,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি,আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. এস এ মালেক মালেক ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।১৯৭৩ সালে তিনি ফরিদপুর-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন ১৯৯৬ থেকে ২০০১সাল পর্যন্ত।বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক তিনি।
ছবি: সংগৃহীত