অনলাইন ডেস্ক: ঢাকা মহানগর পুলিশ এসএম মাহমুদ সেতু নামে আরো এক জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে। তাকে গ্রেফতার করা হয় গতকাল রবিবার বিকালে বুয়েট থেকে।
তথ্যমতে,সেতুর নাম নেই আবরার হত্যা মামলার এজাহারে।সেতুর নাম উঠেছে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেওয়া অন্য আসামিদের বক্তব্যে।তাকে গ্রেফতার করা হয়েছে সে কারণে।তথ্যমতে,পুলিশ ধারণা করছে আবরারকে পিটিয়ে হত্যার ঘটনায় ২০ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল।১৯ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে ঘটনার সময় শেরেবাংলা হলের ভিডিও ফুটেজ ও অন্যান্য আলামত থেকে।আবরার হত্যায় চকবাজার থানায় ১৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন তার বাবা বরকত উল্লাহও।আবরার নিহত হন চলতি বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের আবাসিক হলে ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরে। পুলিশ তার লাশ উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের সিঁড়ি থেকে।
বি: দ্র: ছবি সংগ্রহকরা