Home / আন্তর্জাতিক / ভারতের এক মন্দিরে নারীকে বলিদানের ঘটনায় পাঁচ জন গ্রেপ্তার।।

ভারতের এক মন্দিরে নারীকে বলিদানের ঘটনায় পাঁচ জন গ্রেপ্তার।।

অনলাইন ডেস্ক :         পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ভারতে এক মন্দিরে নারীকে বলিদানের ঘটনায়।৪ বছর আগে এ ঘটনা ঘটে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটির এক মন্দিরে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়,পুলিশের কর্মকর্তারা ২০১৯ গুয়াহাটির ওই মন্দিরে প্রায় চার বছর আগে মুণ্ডহীন লাশ উদ্ধারের পর বিস্মিত হয়েছিলেন।দীর্ঘ তদন্তের পর ওই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গুয়াহাটির পুলিশ কমিশনার দিগন্ত বারাহ মঙ্গলবার বলেছেন,গ্রেপ্তারকৃত পাঁচজনই ওই নারীকে হত্যার পরিকল্পনার সাথে জড়িত।তবে হত্যাকাণ্ডে অংশ নেন মোট ১২ জন।

দিগন্ত বারাহ বলেন,অভিযুক্ত প্রধান সন্দেহভাজন ৫২ বছর বয়সী প্রদীপ পাঠক তার ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ধর্মীয় আচারের অংশ হিসাবে ওই নারীকে বলিদানের পরিকল্পনা করেন।দিগন্ত বারাহ বলেন,বলিদান মৃতের আত্মাকে শান্ত করবে বলে অভিযুক্তরা বিশ্বাস করেছিলেন।

শান্তি শ (৬৪) নামের ওই নারী ২০১৯ সালে ভারতের প্রত্যন্ত অঞ্চল গুয়াহাটির ওই মন্দিরে ঘুরতে গিয়েছিলেন।পরে সেখানে ছুরি দিয়ে তার শিরশ্ছেদ করে অভিযুক্তরা।

পুলিশ গত জানুয়ারিতে ওই মন্দিরে শান্তির মৃতদেহ শনাক্ত করে।তার আগে পর্যন্ত পুলিশ এই মামলায় কোনও কূল-কিনারা করতে পারেনি।মৃতদেহ উদ্ধারের পর তদন্তে নতুন মোড় নেয়।পুলিশ কয়েকজন অপরাধীকে খুঁজে বের করতে সক্ষম হয়।তবে এখনও পলাতক রয়েছেন এই মামলার অন্য আসামিরা।

ছবি: সংগৃহীত

About admin

Check Also

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের ক্যাফেতে বিস্ফোরণে একজন নিহত,আহত ১৫।।

অনলাইন ডেস্ক :    বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের এক ক্যাফেতে।নিহত হয়েছে এতে অন্তত একজন।আরো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *