Home / আন্তর্জাতিক / ভারতের হায়দরাবাদে বহুতল ভবনে আগুন-নিহত ছয়জন।।

ভারতের হায়দরাবাদে বহুতল ভবনে আগুন-নিহত ছয়জন।।

অনলাইন ডেস্ক :              আবার ভারতের বহুতল ভবনে আগুন।এবার হায়দরাবাদে।দুই নারীসহ নিহত ছয়জন।অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছয়জন।হায়দরাবাদের এই বহুতল বাড়ির নাম স্বপ্নলোক কমপ্লেক্স।সেখানেই পাঁচতলায় আগুন লাগে।একটি মার্কেটিং সংস্থার অফিস ছিল এই বাণিজ্যিক কমপ্লেক্সের পাঁচতলায়।

আগুন লাগে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ।আগুন আয়ত্বে আনে দমকলের দশটি ইঞ্জিন গিয়ে।কিন্তু ততক্ষণে প্রবল ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন।হাসপাতালে মোট ১২ জনকে নিয়ে যাওয়া হয়।তাদের মধ্যে মৃত্যু হয়েছে দুই নারীসহ ছয়জনের।

আগুন মধ্যরাতের পর আয়ত্বে আনলেও ধোঁয়া বের হচ্ছিল তখনো।দমকলের তরফ থেকে জানানো হয়,ধোঁয়া বন্ধ হতে আরো কিছুটা সময় লাগবে।এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন,মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

আগুনের কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে।সেকেন্দ্রাবাদে একটি বহুতল ভবনে আগুন লেগে দুইজন মারা গিয়েছিলেন মাস দুয়েক আগে।তারপর আবার আগুন লাগলো বহুতল ভবনে।

ছবি: সংগৃহীত

About admin

Check Also

ইমরান খানের বক্তব্য এবং সংবাদ সম্মেলন সম্প্রচারে নিষেধাজ্ঞা।।

অনলাইন ডেস্ক :    টেলিভিশন চ্যানেলগুলোর বিরুদ্ধে মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *