অনলাইন ডেস্ক: মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে ২০২০ সালের সরকারি ছুটির তালিকা।৮ দিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিন অনুমোদিত মোট ২২ দিন ছুটির মধ্যে,শুক্র ও শনিবার।সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে।মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
সাংবাদিকদের এই তথ্য জানান বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।তিনি বলেন,২২ দিনের মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন ও নির্বাহী আদেশে সরকারি ছুটি আটদিন। মুসলিমদের জন্য ঐচ্ছিক ছুটি ৫ দিন,হিন্দু ধর্মালম্বীদের জন্য ঐচ্ছিক ছুটি ৮ দিন,খ্রিস্টানদের জন্য ৮ দিন এবং বৌদ্ধদের জন্য ঐচ্ছিক ছুটি ৫ দিন।আর পার্বত্য এলাকার জন্য বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈসাবীসহ অন্যান্য অনুষ্ঠানের জন্য ২ দিন।এবার সরকারি ছুটিতে জাতীয় দিবস তথা বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে ১৪ দিনের মধ্যে ৮ দিন পড়েছে শুক্র ও শনিবার।অর্থাৎ সরকারি চাকরিজীবীরা শুক্র ও শনিবার ছাড়া মোট ১৪ দিন ছুটি কাটাতে পারবেন।
বি: দ্র: ছবি ও তথ্য সংগ্রহকরা