অনলাইন ডেস্ক: অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে-শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তার (কেওয়া চৌরাস্তা) ইয়াকুব আলী মাস্টার টাওয়ার শপিংমলের দোতলায় ‘ড্রেস মার্ট’ নামের একটি তৈরী পোশাকের দোকানে।আগুনে দোকান সম্পূর্ণ পুড়ে যায় শনিবার ভোরে।জানাযায়,শনিবার ভোরে ইয়াকুব আলী মাস্টার টাওয়ার শপিং মলের দোতলায় ধোঁয়া দেখে পার্শ্ববর্তী মাওনা ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দিলে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।এই সময় পুড়ে যায় দোকানটি।
তথ্যমতে,রাম প্রসাদ পাল-শ্রীপুরের মাওনা ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জানান,ড্রেস মার্টে ধুয়া দেখা যায় সকাল সোয়া ছয়টার দিকে।খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার স্টেশনের কর্মীরা।তবে পুড়ে যায় ‘ড্রেস মার্ট’ দোকানটি।অন্যান্য দোকানে আগুন বিস্তার লাভ করতে পারেনি আগুন নেভানোর ফলে।তিনি আরও জানান,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক গোলযোগের কারণে।
বি: দ্র: প্রতীকী ছবি