অনলাইন ডেস্ক: ডেমোক্র্যাট দলীয় নারী আইনপ্রণেতা কেটি হিল নিজ দপ্তরের এক কর্মীর সঙ্গে সম্পর্কের অভিযোগের প্রেক্ষিতে মার্কিন কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন।তিনি পদত্যাগের ঘোষণা দেন গত রোববার।খবর রয়টার্স ও বিবিসির।
হাউস এথিক্স কমিটি তদন্ত করছে হিলের বিরুদ্ধে।বুধবার কমিটি জানায়,হিলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে,সে সম্পর্কে তারা অবগত।তারা অভিযোগটি তদন্ত করছে।হিল ইতোমধ্যে টুইটারে পোস্ট করেছেন তার পদত্যাগপত্র।তিনি বলেছেন,পদত্যাগের সিদ্ধান্তটি তার নির্বাচনী এলাকা,সেখানকার জনগণ ও দেশের জন্য ভাল হবে বলে বিশ্বাস করেন। হিল তার পদত্যাগপত্রে ক্ষমা চেয়েছেন চলার পথে ভুল-ভ্রান্তির জন্য।মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,হিল স্বীকার করেছেন প্রতিনিধি পরিষদের সদস্য হতে নির্বাচনী লড়াইয়ের সময় এক নির্বাচনী কর্মীর সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পর্কের কথা।তবে তিনি অস্বীকার করেছেন কংগ্রেসে নিজ অফিসের কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ।
বি: দ্র: ছবি সংগ্রহকরা