Home / আন্তর্জাতিক / মালয়েশিয়ার একটি অননুমোদিত ক্যাম্পসাইটে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জন।।

মালয়েশিয়ার একটি অননুমোদিত ক্যাম্পসাইটে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জন।।

অনলাইন ডেস্ক :    মালয়েশিয়ার একটি অননুমোদিত ক্যাম্পসাইটে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে।বুধবার কর্দমাক্ত ভূখণ্ডে চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো।

শুক্রবার ভোরে রাজধানী কুয়ালালামপুরের ঠিক উত্তরে সেলাঙ্গর রাজ্যের বাটাং কালি শহরের কাছে একটি অর্গানিক খামারে ভূমিধসের ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ৮ জন।

উদ্ধার অভিযানে জড়িত রয়েছেন ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ এবং পুলিশের নেতৃত্বে বিভিন্ন সংস্থার প্রায় ৬৮০ জন কর্মী।

কর্মকর্তারা জানিয়েছেন,মঙ্গলবার রাতে এক কিশোরীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় পুলিশ প্রধান সুফিয়ান আবদুল্লাহ বলেন,মেয়েটির বয়স ছয় থেকে ১০ বছরের মধ্যে এবং তাকে মাটির পাঁচ মিটার (১৬ ফুট) নিচে পাওয়া গেছে।

তিনি বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন,ভিকটিমকে গোলাপি প্যান্ট ও শার্ট এবং ঘুমের পোশাক পরা অবস্থায় পাওয়া যায়।এতে আট শিশুসহ ভূমিধসে মৃতের সংখ্যা ২৫ এ পৌঁছেছে।

কর্মকর্তারা বলেছেন,ভূমিধসের সময়,পাহাড়ের ক্যাসিনো রিসোর্টের কাছে ক্যাম্প সাইটে ৯০ জনেরও বেশি লোক ছিল, যাদের বেশিরভাগই ঘুমিয়ে ছিল।শিবিরস্থাপনকারী ৬০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে,ফার্মটির ক্যাম্পসাইট চালানোর লাইসেন্স ছিল না এবং এর অপারেটররা আইন ভঙ্গ করেছে বলে প্রমাণিত হলে তাদের শাস্তি দেওয়া হবে।ছবি-তথ্য সংগৃহীত

About admin

Check Also

৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন,মানছেন না জেলেনস্কি।।

অনলাইন ডেস্ক :    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার দুপুর থেকে শনিবার রাত পর্যন্ত ৩৬ ঘণ্টার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *