Home / জাতীয় / মাহবুব উল আলম হানিফ করোনায় আক্রান্ত।।

মাহবুব উল আলম হানিফ করোনায় আক্রান্ত।।

অনলাইন ডেস্ক :     আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া–৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ করোনায় আক্রান্ত হয়েছেন।এই আওয়ামী লীগ নেতা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

মৃদু করোনার উপসর্গ দেখা দিলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার ( ১১ নভেম্বর) সকালে নমুনা পরীক্ষা করালে সন্ধ্যায় করোনা পজিটিভ রিপোর্ট আসে তার।  

বর্তমানে ডাক্তারের পরামর্শ মতো নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন মাহবুব উল আলম হানিফ।করোনা পজিটিভ হলেও শারীরিকভাবে সুস্থ আছেন তিনি। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাহবুব উল আলম হানিফ।

জানা গেছে,এখন পর্যন্ত এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ জন সংসদ সদস্য।এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন।একজন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ মোহাম্মদ নাসিম এবং আরেকজন ইসরাফিল আলম তিনি নওগাঁ-৬ আসনের সাংসদ।

*ছবি-তথ্য সংগ্রহকরা*

About admin

Check Also

উপনির্বাচন-ভোটগ্রহণ চলছে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে।।

অনলাইন ডেস্ক :     আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে।ভোটগ্রহণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *