Home / বিবিধ / মেয়েয় জন্মদিন।।

মেয়েয় জন্মদিন।।

শিরোনাম : মেয়েয় জন্মদিন

কলমে : মোঃ সাইফুল ইসলাম রায়হান

অনলাইন ডেস্ক :     এই দিনে তুমি এসেছিলে,

মেয়ে হয়েছে বলে সকলে কাঁদে

বাবা এসে বুকে তুলে।

দুই হাজার তিন সালে এসেছিলে

মায়ের কোল জুড়ে,

তাইতো তোমার বাবা মায়ে

এই দিনটি পালন করে।

মেয়ে আমি বিদায় দিলাম

দুই হাজার বাইশ সালে,

সকলে আনন্দ করে

আনন্দ শেষ হয় বিদায়ে কালে।

বাবা মায়ের কোল জুড়ে

ছিলে পাঁচ টি বছর ধরে,

ষোল বছর কাটিয়েছো

শিক্ষকদের চোখের আড়ালে করে।

বাবা মা আদর করে

রেখেছিলো নাম তোমার

তাইতো সকলে ডাকে তোমায়

জান্নাতুন নাহার।

About admin

Check Also

মাত্র ২ হাজার টাকার জন্য চলন্ত মোটরসাইকেল থেকে বন্ধুকে গলাকেটে হত্যার চেষ্টা দুই বন্ধুর।।

অনলাইন ডেস্ক : জাহাঙ্গীর আলম (২৭) নামের এক যুবককে মাত্র ২ হাজার টাকার জন্য চলন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *