Home / ময়মনসিংহ / ময়মনসিংহের তারাকান্দায় চাঁদাবাজির প্রস্তুতিকালে এক ভুয়া এস.আই পরিচয়দানকারী আটক।।

ময়মনসিংহের তারাকান্দায় চাঁদাবাজির প্রস্তুতিকালে এক ভুয়া এস.আই পরিচয়দানকারী আটক।।

অনলাইন ডেস্ক :    পুলিশ সেজে ময়মনসিংহের তারাকান্দায় ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কে চাঁদাবাজির প্রস্তুতিকালে এক ভুয়া এস.আই পরিচয়দানকারীকে ধরে স্থানীয়রা পুলিশে দিয়েছে।ত্রিশাল উপজেলার ধলা নামাপাড়া গ্রামের এম.এ মজিদের পুত্র এবং সদর উপজেলার ব্রিজমোড় কাশবন আবাসিক এলাকার বাসিন্দা গ্রেফতারকৃত শাহাদত আলম (২৮)।

জানাযায়,তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের ভুয়া পুলিশ পরিচয়দানকারী শাহাদাতকে আটকের কথা স্বীকার করে জানান,(৩১ জুলাই) শনিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে রিক্সা করে তারাকান্দার মধুপুর বাজারে এসে পৌছায় শাহাদত।এ সময় শাহাদতের গায়ে পুলিশের এস.আই এর র‌্যাংক ব্যাচসহ নূরে আলম নামের নেমপ্লেট সম্বলিত পুলিশের মতই পোশাক পরিহিত ছিল।রুবেল (২৪) নামে এক সহযোগীসহ অবস্থানকালে শাহাদত মধুপুর বাজারের দোকানদার মোতালেবের দোকান থেকে ১শত টাকা এবং ১ টি বেনসন সিগারেট নেয়।পরে টাকা দেবার কথা বলে টাকা এবং সিগারেট নিলেও আর তাকে পাওয়া যাচ্ছিলো না।এক সময় সে পুলিশের পোশাক খুলে ফেলে সাধারণ পোশাক পরিধান করে।এমতাবস্থায় লোকজনের সন্দেহ হলে তার হাতে থাকা ব্যাগ চেক করে পুলিশের পোশাক পাওয়া যায়।পরে তারাকান্দা থানায় খবর দিলে এসআই সাইদুর রহমানের নেতৃত্বে তারাকান্দা থানা পুলিশের সদস্যরা থানায় নিয়ে আসে শাহাদতকে।

আটককৃত শাহাদত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়,সে পুলিশের কনষ্টেবল ছিল।ডোপটেষ্টে পজিটিভ হবার কারণে সে ২০২০ সালে চাকরি হারায়।মহাসড়কে চাঁদাবাজির প্রস্তুতি নিচ্ছিল সে এবং তাঁর সঙ্গী রুবেল (২৪)।এ সময় সে আটক হয় জনতার হাতে।পালিয়ে গেছে তার সঙ্গী রুবেল।তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের আরও জানান, শাহাদাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চলমান আইনে মামলা রজু হয়েছে।ছবি-তথ্য সংগৃহীত

About admin

Check Also

আপনার সন্তান যেন ছাত্রলীগ না হয়-ববি হাজ্জাজ।।

অনলাইন ডেস্ক :     প্রেস বিজ্ঞপ্তি :  ইডেন কলেজে ছাত্রলীগ নেত্রীদের বিরুদ্ধে জোরপূর্বক সাধারণ ছাত্রীদের দেহব্যবসায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *