
অনলাইন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ত্রিশালে ৭ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।এ দুর্ঘটনা ঘটে শনিবার বিকালে উপজেলার চেলেরহাট এলাকায়।তাৎক্ষণিকভাবে জানা যায়নি নিহতদের নাম-পরিচয়।
জানাযায়,ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট নামক স্থানে শনিবার ৩টার দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস।এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও আহত হয় ১০ জন।আহতদের প্রথমে পাঠানো করা হয়েছে ত্রিশাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে মারা যান আরও দুইজন।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন পুরুষ,দুইজন নারী ও দুই শিশু রয়েছে।তারা হলেন-আজমুল (৩২),সিরাজ (৩৫),ফাতেমা বেগম (২৫),আব্দুল্লাহ (৬), আজমিনা (৮),নজরুল ইসলাম (৫০),হেলেনা (৪০)।ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন জানান,আহতদের মধ্যে পাঁচজনের আশঙ্কাজনক অবস্থা।
ছবি: সংগৃহীত