অনলাইন ডেস্ক: গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে রুবেল নামে এক যুবক নিহত হয়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলায়। এই ঘটনা ঘটে শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার হবিরবাড়ি এলাকায়।পুলিশের দাবি,নিহত রুবেল মাদক কারবারি।তার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকার বাসিন্দা রুবেল।
এই বিষয়ে জেলা ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান,গোপন খবর পেয়ে দিনগত রাত আড়াইটার দিকে ডিবির দুটি দল উপজেলার হবিরবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে অন্যরা চলে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে পাওয়া যায়।
পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এই সময় ২০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে।এই ঘটনায় ডিবি পুলিশের এএসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।