
অনলাইন ডেস্ক : প্রেস বিজ্ঞপ্তি : সারা পৃথিবী জুড়ে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে পরিবেশের বিপর্যয় দৃশ্যমান। উন্নত রাষ্ট্রগুলো কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার ফলে দ্রুত আবহাওয়ার পরিবর্তন হচ্ছে দেখা দিয়েছে অতি ও অনাবৃষ্টি, ভূমিকম্প, ভূমিধস ও মিঠা পানির সংকট। যার ফলশ্রুতিতে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রতালিকায় প্রথম সারিতে বাংলাদেশ।
পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরতে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের উদ্যোগে সারা বাংলাদেশে আগামী তিন বছরে পাঁচশত ফুটবল ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ ৮ মার্চ সবুজ আন্দোলন যশোর জেলার ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে নাভারন ইউনিয়নের আকিজ কলেজিয়েট স্কুল এন্ড কলেজ মাঠে রাজার ডুমরিয়া স্পোটিং ক্লাব বনাম নাভারন একাদশের মধ্যে” সবুজ বাঁচাও ফুটবল ম্যাচ”র আয়োজন করা হয়।
আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলার সদস্য সচিব মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৭ নং নাভারন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী। খেলা উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আশরাফ হোসেন স্বপন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবারণ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ আল মামুন, সবুজ আন্দোলন যশোর জেলার আহবায়ক অধ্যক্ষ মোঃ এনামুল কাদীর শামিম, ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম বুলি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ তরিকুল ইসলাম খান, মোহামেডান স্পোর্টিং ক্লাব অনূর্ধ্ব ১৯ এর অধিনায়ক অনেক হাসান , বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় আতিকুর রহমান।
প্রধান অতিথি খেলোয়াড়দের পুরস্কার তুলে দিয়ে বলেন, সবুজ আন্দোলন পরিবেশ বিপর্যয়ে জনসচেতনতা তৈরিতে এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে যা অত্যন্ত প্রশংসনীয়। প্রত্যেকটি ইউনিয়নে পরিবেশ বাঁচাতে এ ধরনের ফুটবল ম্যাচ আয়োজন করা দরকার। পুরস্কার হিসেবে বিজিত দল ও পরাজিত দলকে উপহারস্বরূপ পরিবেশবান্ধব গাছের চারা, ট্রফি ও প্রত্যেক খেলোয়াড়ের জন্য মেডেল প্রদান করা হয়।
সবুজ আন্দোলন যশোর জেলা ছাত্র পরিষদের সদস্য সচিব রোভার রাজিব হোসেন খেলা সঞ্চালনা করেন। উক্ত খেলা দেখতে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।