Home / জাতীয় / রক্তের প্রয়োজন ‘বি’ পজিটিভ-ডায়ালাইসিস করা হয়েছে এরশাদের…

রক্তের প্রয়োজন ‘বি’ পজিটিভ-ডায়ালাইসিস করা হয়েছে এরশাদের…

অনলাইন ডেস্ক: ডায়ালাইসিস করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদের। ‘বি’পজিটিভ রক্তের প্রয়োজন তার জন্য।একথা জানান এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার শুক্রবার সকালে।তথ্যমতে,জানাযায়-গণমাধ্যমকে বলেন তিনি,ডায়ালাইসিস করা হয় ভোরে সাবেক এই রাষ্ট্রপতির। ‘বি’পজিটিভ রক্তের প্রয়োজন তার জন্য।দ্রুত রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যাওয়ার আহ্বান জানিয়েছেন মেজর (অব.) খালেদ আখতার এরশাদকে রক্ত দিতে ইচ্ছুক জাতীয় পার্টির নেতাকর্মীদের।আজ শুক্রবার সারাদেশে মসজিদ মন্দিরে তার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত এদিকে লাইফ সাপোর্টে থাকা হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনায়।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানান বৃহস্পতিবার,শারীরিক অবস্থা অপরিবর্তিত এরশাদের।শুভ লক্ষণ মনে হচ্ছে না এটি আমাদের কাছে।কাজ করছে নাকিডনি সেভাবে যেভাবে কাজ করা কথা ছিল।বিদেশে নেয়ার অবস্থাও নেই তাকে।আরও জানান তিনি,এরশাদকে ঘুমের ও ব্যথানাশক ওষুধ দেয়া হচ্ছে লাইফ সাপোর্টে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের পাশাপাশি।শ্বাসকষ্ট হচ্ছেতার।গত ২২ জুন সকালে ফুসফুস ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার পর এরশাদকে।

(বি:দ্র: ফাইল ছবি -তথ্য সংগ্রহকরা)

About admin

Check Also

উপনির্বাচন-ভোটগ্রহণ চলছে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে।।

অনলাইন ডেস্ক :     আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে।ভোটগ্রহণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *