Home / ধর্ম / রমজানের রোজা পালনের জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল।।

রমজানের রোজা পালনের জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল।।

লেখক : আলহাজ্ব এ,টি,এম,মোফাখখারুল ইসলাম আকন্দ-বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ,সমাজসেবক,শিক্ষানুরাগী ও ব্যাবসায়ি।

অনলাইন ডেস্ক :    বিসমিল্লাহির রাহমানির রাহিম-পরম করুনাময় মহান আল্লাহ্‌র নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়ারাহ্তুল্লাহি ওয়াবারাকাতুহু … আলহামদুলিল্লাহ…আজকের আলোচনা রোজা বা সাওম।

রোজার আরবি শব্দ সাওম।এর আভিধানিক অর্থ বিরত থাকা।ইবাদতের নিয়মে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সময়ে পানাহার ও কোনো পাপকার্য থেকে বিরত থাকাই সিয়াম সাধনা।

কিছু আমল গুরুত্বপূর্ণ রমজানের রোজা পালনের জন্য।বিশেষ নিয়ত ও দোয়া রয়েছে এর জন্য।চলুন জেনে নেই সেহেরি,ইফতার, তারাবিহ,রোজার নিয়ত ও দোয়া : 

সেহরির নিয়ত : সেহরির আলাদা কোনও নিয়ত বা দোয়া নেই।রোজা রাখার উদ্দেশ্যে সুবহে সাদিকের কাছাকাছি সময়ে যে পানাহার করা হয়,সেটাকে ইসলামের পরিভাষায় সেহরি বলে হয়।তাই সেহরি খাওয়ার সময় অন্যান্য খাবারের যে দোয়া আছে তা পড়ে নেওয়া সুন্নত।

খাবারের আগের দোয়া : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া শুরু করার সময় এই দোয়া পড়তেন, 

بسم الله وعلى بركةالله بعالى

উচ্চারণ : বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ

অর্থ: আল্লাহ তায়ালার নামে খানা খাওয়া শুরু করছি এবং আল্লাহ তায়ালার বরকত প্রার্থনা করছি। (সাআলাবী)।

রোজার নিয়ত : বাংলাদেশে রোজার একটি আরবি নিয়ত প্রসিদ্ধ-যেটা মানুষ মুখে পড়ে থাকেন।তবে এটি হাদিস ও ফিকাহের কোনো কিতাবে বর্ণিত হয়নি।তবে কেউ চাইলে পড়তে পারেন। 

রোজার আরবি নিয়ত :

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

রোজার নিয়তের বাংলা উচ্চারণ : নাওয়াইতু আন আছুমা গাদাম,মিন শাহরি রমাদানাল মুবারাক;ফারদাল্লাকা ইয়া আল্লাহু,ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

অর্থ: হে আল্লাহ!আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম।অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর,নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

রোজার নিয়ত বাংলায় : ফরজ বা নফল রোজার নিয়ত আরবিতে হওয়া জরুরি নয়।যেকোনো ভাষায় নিয়ত করা যায়। নিয়ত এভাবে করা যায়-আমি আজ রোজা রাখার নিয়ত করলাম। (জাওয়াহিরুল ফিকাহ: খণ্ড: ১,পৃষ্ঠা: ৩৭৮)[বি: দ্র: ছবি-তথ্য সংগৃহীত]

আল্লাহ রাব্বুল আল-আমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন,আমিন।পোস্টটির ব্যাপারে আপনার যে কোনও মতামত আমাদের lionbanglanewsbd24@gmail.com কমেন্ট করে জানান।আপনার যে কোনও মতামতই আমাদের জন্য অমূল্য।আপনার যদি মনে হয় পোস্টটি অন্যদেরও উপকার করবে,তবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

About admin

Check Also

মাত্র ২ হাজার টাকার জন্য চলন্ত মোটরসাইকেল থেকে বন্ধুকে গলাকেটে হত্যার চেষ্টা দুই বন্ধুর।।

অনলাইন ডেস্ক : জাহাঙ্গীর আলম (২৭) নামের এক যুবককে মাত্র ২ হাজার টাকার জন্য চলন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *