অনলাইন ডেস্ক: ধানমন্ডী থানা বিএনপি’র উদ্যোগে রাজধানীতে মশাল মিছিল বের করা হয় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মিছিলটি সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শুরু হয়ে শেষ হয় এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যাল মোড়ে গিয়ে।
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মশাল মিছিলে নেতৃত্ব দেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানমন্ডী থানা বিএনপি’র সভাপতি শেখ রবিউল ইসলাম রবিসহ ধানমন্ডী থানা বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ছাত্রদল,যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী মশাল মিছিলে অংশ গ্রহণ করেন।
রুহুল কবির রিজভী মশাল মিছিল শুরুর আগে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে গায়ের জোরে বন্দি করে রেখেছে সরকার।বন্দি করার মধ্য দিয়ে তারা শুধু একজন নেত্রীকেই বন্দি করেনি,তারা গণতন্ত্রকে বন্দি করে রেখেছে,বন্দি করে রেখেছে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকেও।রুহুল কবির রিজভী আরো বলেন,আমরা মনে করি,তার মুক্তির মধ্য দিয়েই কেবল গণতন্ত্র ফিরবে এবং মজবুত হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব।