অনলাইন ডেস্ক: রাজধানীর উত্তরায় দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফের বাসায় আগুনে দগ্ধ হয়ে তার স্ত্রী মোছাম্মদ তানিয়া মারা গেছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বৃহস্পতিবার সকালে।
উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান,লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে দেয়া হবে। মৃতের শরীরের বেশির ভাগই আগুনে পুড়ে গেছে।পরে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।উত্তরা ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে অবস্থিত ওই বাড়িতে আগুন লাগে বুধবার রাতে।ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে যায় আগুনের খবর পেয়ে।কিন্তু তারা পৌঁছার আগেই বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলে।আগুনে দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফের স্ত্রী দগ্ধ হয়েছেন।হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।