অনলাইন ডেস্ক: রাজধানীর কাঁঠালবাগানের বাসায় আগুন লেগে দগ্ধ জাদুশিল্পী মনিরুজ্জামান লিটন মারা গেছেন।লিটন সোমবার বেলা ১১টায় মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায়।কাঁঠালবাগানের বক্স-কালভার্ট রোডের চারতলা একটি ভবনের দোতলায় আগুন লাগলে লিটন (৩৮), তার স্ত্রী টুম্পা আক্তার (৩০) এবং তাদের দুই সন্তান লাইবা (৭) ও লিবান (৮ মাস) দগ্ধ হন গত সোমবার ভোরের দিকে।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করেন প্রতিবেশীরা তাদের উদ্ধার করে। তাদের মধ্যে লিটনের শরীরের ৪৬ শতাংশ, টুম্পার ২৫ শতাংশ, লাইবার ১৭ শতাংশ এবং লিবানের ৭ শতাংশ পুড়ে গিয়েছিল।তথ্যমতে,জানাযায়-মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রাহান আশরাফ সেদিন জানিয়েছিলেন, ওই ভবনের দোতলার দুটি কক্ষ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে একটি কক্ষে এসি ছিল, সেটি বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে মনে হয়েছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে এসিতে আগুন ধরে যায়; সেই আগুন ছড়িয়ে পড়লে তারা দগ্ধ হন।
(বি:দ্র: ফাইল ছবি-তথ্য সংগ্রহকরা)