অনলাইন ডেস্ক : আগুন লেগেছে রাজধানীর ডেমরায় একটি লাইট তৈরি কারখানার গোডাউনে।আগুন লাগে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে।আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
তথ্যমতে,ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান,কোনাপাড়ার ১০ তলার পাশা টাওয়ারের ৬তলায় আগুন লাগে।পরে আগুন আরো কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।তিনি আরো জানান,জানা যায়নি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ।
*প্রতীকী-ফাইল ছবি*