অনলাইন ডেস্ক: রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীর ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলা হয়েছে।কলেজ শিক্ষার্থীদের অভিযোগ-অধ্যক্ষ জসিম উদ্দিনের নেতৃত্বে মোবাইল ভেঙে পরে তা পুড়িয়ে ফেলা হয়।শিক্ষকরা পাঁচ শতাধিক মোবাইল জব্দ করে ভেঙে ফেলার পর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়,শনিবার কলেজের ভেতরে মোবাইল নিয়ে আসার কারণে।কথা বলে জানা যায় শিক্ষার্থীদের সঙ্গে,একা কলেজে আসা-যাওয়া করে অধিকাংশ শিক্ষার্থী।সঙ্গে ফোন নিয়ে আসে এজন্য তারা।ওই দিনও তারা ফোন নিয়ে আসে।বলা হয়কলেজ থেকে,ফোন জব্দ করার পর সেগুলো ফেরত দেয়া হবে কলেজ ছুটি হলে।শিক্ষকরা ফোন জমা নিয়ে আর ফেরত দেননি।ভেঙে ফেলা হয় পরে সেগুলো এবং জ্বালিয়ে দেয়া হয় আগুন দিয়ে।কলেজে অধ্যক্ষ জসিম উদ্দিন দাবি করেন,শিক্ষার্থীদের মোবাইল ফোন আনা নিষেধ কলেজে,এমন নিষেধাজ্ঞা দেয়ার পরও তারা একাধিকবার তা লঙ্ঘন করেছে।এই বিষয়ে সতর্ক করা হয় গত সপ্তাহেও।তারা ফোন নিয়ে আসে তারপরও।
(বি:দ্র: ছবি-তথ্য সংগ্রহকরা)