অনলাইন ডেস্ক : মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরা চার দফা দাবিতে রাজধানীর মহাখালী এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন।আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সকাল ১০টার পর থেকেই ধীরে ধীরে জড়ো হয়ে সড়কে নেমে পড়ে।আন্দোলনকারীরা জানিয়েছেন চার দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো হলো,করোনা মহামারিতে প্রুফ না নেওয়া,অনতিবিলম্বে সেশনজট দূর করতে অনলাইন ক্লাস শুরু করা,স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে পরীক্ষার সিদ্ধান্ত বাতিল করা এবং কোনো শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে তাদের চিকিৎসার পুরোপুরি দায়িত্ব নেওয়া।
তথ্যমতে জানাযায়,সাধারণ মানুষ বিপাকে পড়েছেন মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করায়।গাড়ির দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে মহাখালীর সঙ্গে সংযুক্ত প্রতিটি সড়কে।ওই সব সড়কে চলাচলকারী মানুষ এতে দুর্ভোগে পড়েছেন।
*ছবি-তথ্য সংগ্রহকরা*