অনলাইন ডেস্ক: পরিবারের সাথে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীর মানুষ।ঈদ যাত্রায় মশার কামড়ে যাতে কেউ ডেঙ্গুতে আক্রান্ত না হয়।বাংলাদেশ রেলওয়ে এজন্য সব ট্রেনেই মশার ওষুধ ও স্প্রে ব্যবহার করছে।রেলের ঈদ যাত্রা সেবা বুধবার (৭ আগস্ট) সকাল থেকে শুরু হয়েছে।বুধবার কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে তিনটি আন্তঃনগর,মেইল,ঈদ স্পেশালসহ মোট ৫২টি ট্রেন যেগুলোতে মোট আসন সংখ্যা ২৭ হাজার ৮৮৫টি।সব ট্রেনেই ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানো হয়েছে।স্প্রেও দেওয়া হয়েছে দুর্গন্ধ রোধে।মোহাম্মদ আমিনুল হক,কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক জানান,সব ট্রেনে রেলের নিজস্ব ফগার মেশিন দিয়ে মশার ওষুধ দেওয়া হচ্ছে কেউ যাতে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত না হয় সেজন্য।
(বি:দ্র: ফাইল ছবি-তথ্য সংগ্রহকরা)