অনলাইন ডেস্ক : রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে,বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়,আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট,কাঁচাবাজারের পুরো আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৬টা ৩৫ মিনিটে,মাছ-মাংসসহ কাঁচাবাজারের সবই পুড়ে গেছে,সংশ্লিষ্টদের তথ্যমতে,এখানে প্রায় ২৬০টি দোকান আছে,যার বেশিরভাগের মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
মালিবাগ বাজার বণিক সমবায় সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল হক বলেন এ অগ্নিকাণ্ডে অন্তত ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে ২৬০টি দোকানের মধ্যে একটি দোকানও অবশিষ্ট নেই,মাছ,মাংস,ডিম,গুরু,ছাগল,চাল,টিন সবই পুড়ে গেছে,নগদ টাকাও পুড়েছে।
(বি:দ্র:ছবি ও তথ্য সংগ্রহকরা)
