অনলাইন ডেস্ক: মহান আল্লাহর গুণবাচক ৯৯ নাম সংবলিত দৃষ্টিনন্দন স্তম্ভ নির্মাণ করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে।স্তম্ভটির নাম দেয়া হয়েছে ‘দ্য গ্লোরি অব বঙ্গবন্ধু’।রায়েরবাজারে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কবরস্থান নির্মাণ করে দেয়ায় মোহাম্মদপুরবাসীর পক্ষে এই স্তম্ভটি নির্মাণ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জমান রাজিব। তারেকুজ্জমান রাজিব জানান,স্তম্ভটির উদ্বোধন করা হবে খুব শিগগিরই।
মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক আল্লাহর নাম সম্বলিত স্তম্ভ নির্মাণকে স্বাগত জানিয়ে বলেন,এটি একটি ভালো উদ্যোগ।আল্লাহর নাম মানুষের স্মরণে আসবে।দেখলে স্বাভাবিকভাবেই মানুষ আল্লাহকে স্মরণ করবে।তিনি আরও বলেন,আমরা দেখেছি আরব দেশে সৌদি আরবের বিভিন্ন পথে পথে আল্লাহ নাম লেখা থাকে। এথেকে মানুষের মনে আল্লাহর নাম স্মরণ হয়। কাউন্সিলর রাজিব এই বিষয়ে বলেন,মোহাম্মদপুর ঐতিহ্যগতভাবেই একটি মুসলিম নাম।আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি যে,আমি প্রতিনিধিত্ব করতে পারছি এই ওয়ার্ডের।