অনলাইন ডেস্ক: বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি)রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ হাজার ইয়াবাসহ জসিমউদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে।তাকে আটক করা হয় রোববার।আলমগীর হোসেন শিমুল এএপির অতিরিক্ত পুলিশ সুপার জানান,জসিমউদ্দিনকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়।তিনি ইয়াবার কথা স্বীকার করেন পরে এএপি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে।
১০ হাজার ইয়াবা জব্দ করা হয় পরবর্তীতে তার শরীর তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় বেল্টের ভেতর থেকে।৫০ লাখ টাকা জব্দ করা ইয়াবার মূল্য।জানা গেছে জিজ্ঞাসাবাদে,ঢাকায় আসেন নভোএয়ারের ৯৩৪ নম্বর ফ্লাইটে কক্সবাজার থেকে দুপুর পৌনে ১টার দিকে আটক জসিমউদ্দীন।তার বাড়ি কক্সবাজার জেলার উখিয়ার গৌজ ঘোনা পালংখালী গ্রামে।তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে এই ঘটনায়।
(বি:দ্র: ছবি-তথ্য সংগ্রহকরা)