সংবাদদাতা : মোঃ সাইফুল ইসলাম রায়হান,চারঘাট রাজশাহী।
অনলাইন ডেস্ক: চারঘাট রিপোর্টার্স ক্লাবের (সিআরসি) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি হিসেবে দৈনিক রাজশাহীর সংবাদের উপজেলা প্রতিনিধি প্রভাষক কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ভোরের ডাকের চারঘাট প্রতিনিধি ও আমার রাজশাহী ডট কমের নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ সনি নির্বাচিত হয়েছেন।
সোমবার দুপুরে চারঘাট বাজার মন্ত্রী রোডের চারঘাট রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।উপস্থিত সাংবাদিকদের অনুমোদনে ক্লাবের গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয় এবং নতুন কমিটি গঠন করা হয়।এর আগে সকাল থেকে সংগঠনটির সার্বিক বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন সংগঠনটির সদস্যরা।
রিপোর্টার্স ক্লাবের-নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি প্রভাষক মিঠু রানা (দৈনিক আমাদের সময়), যুগ্ম সম্পাদক সজীব ইসলাম (দৈনিক বার্তা ও দৈনিক মাতৃছায়া), সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (ভোরের বার্তা), প্রচার সম্পাদক প্রভাষক ওবাইদুর রহমান রিগেন (সকালের সময়), সংস্কৃতি ও ক্রিড়া সম্পাদক দোয়েল (সোনার দেশ), দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রায়হান (দৈনিক প্রভাতী খবর)।কার্যকারী সদস্য- মোহাম্মদ মিলন (দৈনিক উপচার),আব্দুল মতিন (আলোকিত সময়), হাফিজুর রহমান পিকলু (দৈনিক আলোকিত সকাল), শিমুল ইসলাম (রাজশাহীর সময়)।উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর চারঘাট রিপোর্টার্স ক্লাবের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের প্রায় ৬ মাসের মাথায় ১২সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন হলো।