
অনলাইন ডেস্ক : বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের এক ক্যাফেতে।নিহত হয়েছে এতে অন্তত একজন।আরো ১৫ জন আহত হয়েছে।এ তথ্য জানানো হয়েছে আজ রোববার বিবিসি ও ব্লুমবার্গের এক প্রতিবেদনে।
খবরে বলা হয়েছে বিস্ফোরণের পর কোনো অগ্নিকাণ্ড হয়নি।
বার্তা সংস্থা রয়টার্স রুশ সংবাদ সংস্থার বরাত দিয়ে বলছে,বিস্ফোরণে রাশিয়ান মিলিটারি এক পরিচিত ব্লগার নিহত হয়েছে।ওই ব্যক্তির নাম ভ্লাদেন তাতারস্কি।
প্রতিবেদনে সুত্রের বরাত দিয়ে বলা হয়েছে,বিস্ফোরক এ ডিভাইস থেকে এ বিস্ফোরণ হয়েছে।নিহত ওই ব্লগারের প্রকৃত নাম ম্যাক্সিম ফোমিন।বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে তার ৫ লাখের বেশি অনুসারী আছে।তিনি মিলিটারি ব্লগারদের মধ্যে একজন প্রভালশালী।
খবরে আরো বলা হয়েছে,যে ক্যাফেতে বিস্ফোরণ ঘটেছে তা একসময় রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধানের ছিল।রয়টার্স জানিয়েছে হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
ছবি: সংগৃহীত