Home / বিনোদন / রাহাত ফতেহ আলী খানের গানের‘রিমেক’আনছেন রনি।।

রাহাত ফতেহ আলী খানের গানের‘রিমেক’আনছেন রনি।।

সংবাদদাতা: মোঃ শান্ত খান-সাভার।

অনলাইন ডেস্ক :       কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পী রাহাত ফতেহ আলী খানের অন্যতম বিখ্যাত গান ‘ওরে পিয়া’ নিজের কণ্ঠে গেয়েছেন শিল্পী রনি আহম্মেদ। গানটির একটি মিউজিক ভিডিও বানিয়েছেন তিনি। আসছে ঈদে গানটি ইউটিউবে মুক্তি দেওয়া হবে।

২০০৭ সালে ‘আজা নাচলে’ সিনেমার ‘ওরে পিয়া’ গানটি ব্যাপক জনপ্রিয় হয়। সেই গানটিই শিল্পী রনি আহম্মেদের ভীষণ প্রিয়। তার ইচ্ছা ছিল এ গানের সঙ্গে কণ্ঠ মেলাবেন তিনি।

সম্প্রতি সাজন খানের (লিও) কম্পোজিশনে গানটির অডিও ধারণ করা হয়। পরে এ গানের সঙ্গে একটি মিউজিক ভিডিও বানানো হয়েছে। ভিডিওতে ইরকে মানিকের পরিচালনায় অভিনয় করেছেন মোহনা, আকাশ-১ ও আকাশ-২। ভিডিওটি প্রযোজনা করে রন্স রক টিম।

শিল্পী রনি আহম্মেদ বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে রাহাত ফতেহ আলী খানের এই গানটি শুনে আসছি। এটি এতোই ভালো লাগতো যে, সিদ্ধান্ত নেই জীবনে সুযোগ হলে এই গানটা আমিও গাইব ও রুচি সম্পন্ন একটি মিউজিক ভিডিও বানাবো। সেটিই সম্প্রতি করেছি।

আগামী ২১ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় ‘ওরে পিয়া’র রিমেক গানটি রন্স রক ফেসবুক পেজ ও রন্স রক ইউটিউব থেকে প্রকাশ করা হবে।

About admin

Check Also

দেশবাসীকে আনন্দের সংবাদ দিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।।

অনলাইন ডেস্ক :                জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দেশবাসীকে আনন্দের সংবাদ দিলেন।তার অভিনীত সিনেমা ‘নকশীকাঁথার জমিন’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *