Home / খেলাধুলা / রিয়াল মাদ্রিদ রদ্রিগোর জোড়া গোলে শিরোপা জিতেছে।।

রিয়াল মাদ্রিদ রদ্রিগোর জোড়া গোলে শিরোপা জিতেছে।।

অনলাইন ডেস্ক :           রিয়াল মদ্রিদের লা লিগায় ভালো সময় কাটছে না।শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান ১৪।আর লস ব্লাঙ্কোসরা তাই এবারের লিগ শিরোপা খোয়ানোর পথে।তবে কার্লো আনচেলত্তির শীষ্যরা মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছে।

রদ্রিগোর জোড়া গোলে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে কোপা ডেল রে’র রিয়াল মাদ্রিদ শিরোপা জিতেছে। ভিনিসিয়াস জুনিয়র সেভিয়ায় অনুষ্ঠিত ম্যাচে দুটি গোলেরই যোগানদাতা ছিলেন।এই জয়ে দীর্ঘ নয় বছরের ডেল রে’র ট্রফি খরা দূর করল কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা। 

রদ্রিগো ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে রিয়ালকে এগিয়ে দেন।তিনি স্বদেশী ভিনিসিয়াসের যোগান থেকে পাওয়া বল জালে জড়ান।ম্যাচের প্রথমার্ধে অবশ্য গোলের আরও কয়েকটি ভালো সুযোগ সৃষ্টি করেছিল আনচেলত্তির শিষ্যরা।যদিও ব্যর্থ হয়েছে সেগুলো কাজে লাগাতে।

লুকাস টরো বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে গোলটি পরিশোধ করে ওসাসুনাকে সমতায় ফিরিয়ে আনেন। তবে ম্যাচের ৭০ মিনিটে ভিনিসিয়াসের যোগান থেকে বল পেয়ে ফের গোল করে ওসাসুনার শিরোপা স্বপ্ন নস্যাৎ করে দেন রদ্রিগো।রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলে।

ছবি: সংগৃহীত

About admin

Check Also

বঙ্গবন্ধু ইয়ুথ ও জুনিয়র হ্যান্ডবল ট্রফিটুর্নামেন্টের লোগো উন্মোচন।।

অনলাইন ডেস্ক :           হ্যান্ডবলের আন্তর্জাতিক আসর ৪ জাতির বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি নারী (ইয়ুথ ও জুনিয়র) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *